একদিনে বাজ পড়ে মারা গেলেন ৩২ জন। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারে। এমনিতে সাম্প্রতিককালে ভারতে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বাজ পড়ার পরিমাণ বেড়ে গিয়েছে কয়েক গুণ। যা নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। এবার প্রকৃতির সেই খেলায় চলে গেল ৩২টি প্রাণ। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। গোটা বিহার রাজ্য জুড়ে গত মঙ্গলবার বাজ পড়েছে নিরন্তর। এই ঘটনায় ৩২ জনের মৃত্যুর পাশাপাশি আহত বহু। তাঁদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন।
রাজ্যের জামুইতে ৮ জনের মৃত্যু হয়েছে, ঔরঙ্গাবাদে মৃত্যু হয়েছে ৭ জনের, বাঁকায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া ভাগলপুর ও রোহতাস জেলায় ৩ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। নালন্দায় ২ জনের মৃত্যু হয়েছে। গয়া, মুঙ্গের, কাটিহার, আরারিয়ায় ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
এই ঘটনায় বিহার সরকার পাশে দাঁড়িয়েছে। মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।