ঘোষিত “রামকথা”-র কর্মসূচি বাতিল করে দিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বুধবার এই কর্মসূচির হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। গত প্রায় ১৫ দিন ধরে এই “রামকথা”-র কর্মসূচি প্রচার হয়েছিল ব্যাপকভাবে। মদন মিত্র ও তাঁর অনুগামীরা এই কর্মসূচিকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছিলেন। কিন্তু শেষে তাতে বাধা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দূত মারফত মদনকে জানানো হয় আপাতত তাঁর “রামকথা” বন্ধ রাখা হোক। দলনেত্রীর এমন বার্তা পেয়ে তার ইঙ্গিতও বুঝতে অসুবিধা হয়নি প্রবীণ রাজনীতিক মদনের। এ প্রসঙ্গে তিনি বলেন, “যেদিন জয় শ্রীরাম বলে খুন খারাপি বন্ধ হবে। সেদিন রামকথা হবে। আমি যদি এখন রামকথা করি, তাহলে ওই হিংসার রাজনীতিকেই মদত দেওয়া হবে। তাই আমি ঠিক করেছি মা-মাটি-মানুষের পুজো করব।”
বস্তুত, রাম নামে তীব্র এলার্জি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত লোকসভা ভোটের সময় চন্দ্রকোনায় বেশকিছু বিজেপি কর্মীদের “জয় শ্রীরাম” ধ্বনি দিলে একেবারে গাড়ি থেকে নেমে তাদের দিকে তেড়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভাটপাড়াতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। মুখ্যমন্ত্রীর এমন রাম নামে এলার্জির কারণেই মদন এই কর্মসূচি বাতিল করেছেন কিনা, তা জানা যায়নি।