শারদোৎসবের শুরুতেই পশ্চিমবঙ্গে আরও একবার ২.৫ শতাংশ পার করল করোনার দৈনিক সংক্রমণের হার। ষষ্ঠীর দিন রাজ্যে দৈনিক সংক্রমণের হার ছিল ২.৫৬ শতাংশ। সপ্তমীর সন্ধ্যায় প্রকাশিত বুলেটিনে এমনই জানিয়েছে স্বাস্থ্য দফতর। দুর্গাপুজোয় মানুষের ঠাকুর দেখার হিড়িক দেখে এই হার আরও বাড়তে পারে বলে আশঙ্কিত বিশেষজ্ঞরা।
সোমবার রাজ্যে পরীক্ষা হয়েছে ৩০,০১৮টি করোনার নমুনা। তার মধ্যে ৭৬৮টি নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। কলকাতায় সংক্রমিত ১৮০। বাকি সব জেলায় সংক্রমণচিত্র মোটের ওপর অপরিবর্তিত রয়েছে। রাজ্যে মোট সংক্রমণ হয়েছে ১৫.৭৭ লক্ষ।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ২ জন করে করোনায় মারা গিয়েছেন। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৮,৯২৪।
এদিন রাজ্যে ৭৩৫ জন সুস্থ হয়েছেন। অ্যাক্টিভ কেস বেড়েছে ২৩টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস বেড়েছে ৭,৬৭২। রাজ্যে এদিন কমেছে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ থেকে কমে হয়েছে ৯৭.৩১ শতাংশ।