প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আয়ুষ্মান ভারতের ডিজিটাল মিশনের সূচনা করেছেন। এই ঘোষণা প্রসঙ্গেই আন্তর্জাতিক স্তরে ভূয়সী প্রশংসা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই প্রশংসা করলেন খোদ বিল গেটস। উল্লেখ্য, বিল গেটস কোটিপতি শিল্পপতি। এহেন, এই প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিল গেটস-এর এই প্রশংসার জবাবে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিল গেটস টুইটারে লিখলেন, “আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক শুভেচ্ছা। এই প্রকল্প ভারতের স্বাস্থ্য পরিকাঠামোকে সুগঠিত করে সুলভে চিকিৎসা ব্যবস্থা প্রদান ও আগামী দিনের লক্ষ্যপূরণের কাজে বিশেষ সাহায্য করবে”।
এরই উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, “চিকিৎসাক্ষেত্রে আধুনিকীকরণের সময় এসেছে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে যখন হাসপাতালের দ্বারস্থ হন, তখন অধিকাংশের কাছেই কোনও মেডিক্যাল রেকর্ড থাকে না। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল বা এক চিকিৎসকের কাছ থেকে অন্য চিকিৎসকের কাছে যেতে হয়, তখন তাদের কাছে পুরনো কোনও রেকর্ড না থাকায় ফের নতুন করে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। এতে চিকিৎসক ও রোগী-উভয়েরই সময় নষ্ট হয়। এই সমস্যাকে দূর করতেই আমাদের এই নতুন পদক্ষেপ”।
2021-10-02