ভোট পরবর্তী হিংসার জেরে খুন হয়েছিলেন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এমনটাই দাবি করেছিলেন তাঁর পরিবার। সেই ঘটনা সহ একাধিক ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে বাংলায় এসেছিলেন সিবিআই আধিকারিকরা। এবার অভিজিৎ সরকার খুনের ঘটনায় ২০জনের বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, তাদের একাংশের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা সহ নানা অভিযোগ আনা হয়েছে। অভিযোগ ভোটের ফলাফল বের হওয়ার দিনই অভিজিৎ সরকারকে কাঁকুরগাছিতে নৃশংসভাবে ঘিরে ধরে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এদিকে সিবিআই ও পরিবার সূত্রে খবর, ঘটনার আগেই অভিজিৎ সোশ্যাল মিডিয়ায় লাইভ করে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। এরপরই এই ঘটনা। এদিকে এই ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা টানাপোড়েন চলছে।
ভোটের দিন খুন হয়েছিলেন ওই বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তৃণমূল পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। এদিকে মৃত বিজেপি কর্মীর দেহকে ঘিরেও নানা টানাপোড়েন চলেছিল। এর মধ্য়ে বাংলায় ভোট পরবর্তী হিংসার তদন্তে এসে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন তদন্তকারী সিবিআই আধিকারিকরা। যেখানে অভিজিৎকে খুন করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে সেখানেও গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। একাধিকজনকে জেরাও করেন তাঁরা। এরপরই ২০জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের।