সপ্তাহ শেষ হওয়ার আগেই আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। জোড়াফলায় শনি এবং রবিবার উপকূলবর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা ভারী বৃষ্টিতে ভাসতে পারে। ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা জলমগ্ন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এর ফলে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে হাওয়া অফিস।
রবিবার দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় বৃষ্টি বাড়বে। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।