লোকসভা বাংলার বিজ্ঞাপনের জায়গা নয়, সুদীপকে সমঝে দিলেন স্পিকার

লোকসভার অধিবেশনে বাংলার সরকারের বন্দনা করতে গিয়ে থামতে হল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। থামালেন স্পিকার ওম বিড়লা।

শুক্রবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুণগান করছিলেন সুদীপবাবু। কেন্দ্রের আয়ুষ্মান ভারতের থেকে দিদির করা স্বাস্থ্যসাথী যে কতটা ভাল, সেটাই বলছিলেন তৃণমূলের সংসদীয় দলের নেতা। তখনই তাঁকে সমঝে দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, “লোকসভার অধিবেশনটা বাংলার বিজ্ঞাপন করার জায়গা নয়।”

সুদীপবাবুর এই কথার জবাব দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। তিনি বলেন বেশ কিছু রাজ্য এই প্রকল্প নেয়নি। তার মধ্যে বাংলাও রয়েছে। তবে আয়ুষ্মান ভারত গ্রহণ না করা রাজ্যগুলির মধ্যে ওড়িশা, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি যে শিগগির এই প্রকল্পে যুক্ত হবে, তাও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আয়ুষ্মান ভারত থেকে নাম তুলে নিয়েছিল বাংলা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ওদের টাকার দরকার নেই। ওরা চার আনার কাজ করে বারো আনার ছবি লাগিয়ে বিজ্ঞাপন দেয়। রাজ্যের প্রকল্পেও মোদীর ছবি সেঁটে দেয়। আমরা আমাদেরটা করে নেব।” সেই সময়ই অনেকে প্রশ্ন তুলেছিলেন, মোদীর বিরোধিতা করতে গিয়ে দিদি রাজ্যের মানুষকে বঞ্চিত করলেন না তো!

পর্যবেক্ষকদের মতে, সুদীপবাবু আসলে বাংলার বিজেপি-র সাংসদদের জবাব দিতেই দিদির সরকারের ‘সাফল্য’কথা তুলে ধরছিলেন। প্রতিদিন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা সারা দেশের সাংসদদের সামনে বাংলার আইনশৃঙ্খলা, হিংসা নিয়ে তোপ দাগছেন। কৌশলে সুদীপবাবু, বাংলায় তাঁদের সরকার সাধারণ মানুষের জন্য কী কী করছে সেটাই তুলে ধরতে চেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.