নরেন্দ্র দামোদর ভাই মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। ৭০% জনসমর্থন নিয়ে জো বাইডেন, অ্যাঞ্জেলা মার্কেল, বরিস জনসনের মতো তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে দিয়েছেন মোদী। এই সমীক্ষা চালিয়েছে মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট। গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল নামে এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মোদীর গ্রহণযোগ্যতার রেটিং ৭০ শতাংশ, যা প্রমাণ করে মানুষ মোদী সরকারের নীতিকে সমর্থন জানাচ্ছে।
কয়েকশো কোটি ডলারের সংস্থা মর্নিং কনসাল্ট তথ্য বিশ্লেষণের কাজ করে থাকে। প্রতি সপ্তাহে এরা বিশ্বের দেশের রাষ্ট্রপ্রধানের জনপ্রিয়তা পরিমাপ করে। শনিবার তারা তাদের সমীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে এই সপ্তাহে জনপ্রিয়তার নিরীখে বিশ্বের এক নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জনপ্রিয়তার নিরীখে মোদীর পরেই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ওব্রেডর। ৬৪% মানুষ তাকে সমর্থন করেন। তিন নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি, তাঁকে ৬৩ শতাংশ মানুষ সমর্থন করেছেন। চতুর্থ স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তাঁকে ৫২ শতাংশ মানুষ সমর্থন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪৮ শতাংশ মানুষের সমর্থন নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাইডেনের জনসমর্থন কমিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তার সাথেই পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৪৫% সমর্থন নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।
৪১ শতাংশ সমর্থন নিয়ে সপ্তম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ৩৯% সমর্থন নিয়ে অষ্টম স্থানে রয়েছেন।
এই সমীক্ষায় ৭০% সমর্থন পাওয়া মানে বিশ্বব্যাপী ৭০% মানুষ মোদী সরকারের নীতিকে নৈতিক সমর্থন করছেন। এই সমীক্ষায় সমর্থন জানানোর পাশাপাশি জননেতাদের খারিজ করারও সুযোগ দেওয়া হয়েছিল। তাতে দেখা গেছে মাত্র ২৫ শতাংশ মানুষ মোদীকে খারিজ করেছেন। ফলে এই তালিকাতে তিনি সবার নিচে রয়েছেন, যা যথেষ্ট সদর্থক।