পার্থকে ফের নোটিস ধরালো সিবিআই, আইকোর মামলায় সোমবার হাজিরার নির্দেশ

আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নোটিস ধরালো সিবিআই (CBI)। আগামী ১৩ সেপ্টেম্বর সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

মমতার জন্য দুয়ার খুললেন ত্রিপুরার মহারাজ, বিজেপিকে হঠাতে সমঝোতার বার্তা

এর আগেও একবার আইকোর নোটিস দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পুজো কমিটির আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু সেসময় ব্যস্ততার কথা জানিয়ে সিজিও কমপ্লেক্সে যাননি শিল্পমন্ত্রী। তারপর এদিন আবার নোটিস দেওয়া হল তাঁকে।

নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো কমিটির সভাপতি পার্থ চট্টোপাধ্যায়। এই পুজো কমিটির আর্থিক লেনদেন নিয়েই জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ভোটের আগেও একবার তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। এটি দ্বিতীয় নোটিস।

আইকোর কোম্পানি থেকে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো কমিটিতে টাকা এসেছিল বলে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই নোটিস।

ইতিমধ্যে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বিভিন্ন মামলায় তৎপর। কয়লা, পিনকন প্রভৃতি মামলায় তদন্ত চলছে। হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার তদন্তেও সিবিআই যথেষ্ট তৎপর। তারপর এদিন ডাক পেলেন পার্থ চট্টোপাধ্যায়ও। এখন দেখার তিনি আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.