ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার একলাফে বৃদ্ধি পেল প্রায় ৫০ শতাংশ।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ৫৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৪৭.৬ শতাংশ বেশি। তারফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬ জন।
একদিনে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন। সংখ্যাটা মোট ৩ কোটি ১৭ লক্ষ ৫৪ হাজার ৩২৭ জন। সুস্থতার হার ৯৭.৬৭ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস অর্থাৎ করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন। মোট ভ্যাকসিন পেয়েছেন ৫৯ কোটি ৫৫ লক্ষ ৪ হাজার ৫৩৯ জন। একদিনে পেয়েছেন ৬১ লক্ষ ৯০ হাজার ৯৩০ জন।