মাত্র ১০০ টাকা বাড়ির ছাদ ঢালাইয়ের সুযোগ দিতে চলেছে পুরসভা

বস্তিবাসীদের জন্য সুখবর৷ এবার মাত্র ১০০ টাকায় বাড়ির ছাদ ঢালাই করতে পারবেন তাঁরা৷ কলকাতা পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রবিবার বেহালার একটি অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমের সামনেই সেকথা জানান মেয়র পারিষদ(নিকাশি) তারক সিং৷

টিন, অ্যাসবেস্টাস ছাড়াও ঝুপড়িতেও পাকা বাড়ি করা যাবে৷ তার জন্য মাত্র ১০০ টাকা দিয়ে পুরসভায় একটি আবেদন করলেই হবে৷ খুব শীঘ্রই আইন করে এই নিয়ম কার্যকর করা হবে৷ মেয়র পারিষদ তারক সিং বলেন, ইতিমধ্যেই ঠিকা টেনেন্সির জমিতে বহুতল বানানোর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

কলকাতা ও হাওড়া শহরে পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী তৈরি করা যাবে ওই বহুতল। এছাড়াও ঠিকা টেনেন্ট নিজে অথবা ভাড়াটিয়ার সঙ্গে যৌথভাবে পুর আইন অনুযায়ী করতে পারবেন বাড়ি সংস্কারের কাজ। তবে বহুতল নির্মাণ হোক বা বাড়ির সংস্কার, সেখানে ভাড়াটিয়ার অধিকার সুরক্ষিত রাখার বিষয়টিও নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, বহুতল নির্মাণের জন্য ব্যাঙ্ক থেকে ঋণও পাবেন ভাড়াটেরা। অথবা রাজ্য সরকারের ‘আমার বাড়ি’ প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে কোনও প্রমোটারকে দিয়ে আবাস নির্মাণ করা যাবে না বলে স্পষ্ট করেছেন কলকাতার মেয়র ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন প্রায় ৫০ লক্ষ বস্তিবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.