দীর্ঘদিন ধরে চলা ধর্ম ও গৃহ যুদ্ধের ফলে সিরিয়ার(Syria) এলিট ও শিক্ষিত খ্রীষ্টান(Christian) জনগণের দুর্দশা চরমে।
খৃষ্টানদের হাতে গড়া প্রায় সব স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ই ধ্বংস হয়ে গিয়েছে , ধ্বংস হয়ে গেছে বহু চার্চও, অবশিষ্ট গুটিকয়েক মাত্র।
সূত্রের খবর , কুর্দিশ জনগোষ্ঠী (Kurdish) অধ্যুষিত জাজিরাতে গত দুই বছরে খ্রীষ্টান জনসংখ্যা এক লক্ষ পঞ্চাশ হাজার (one lakh fifty thousand) থেকে নেমে এসেছে মাত্র পঞ্চান্ন হাজারে (fifty five thousand)।
তার মানে এক লক্ষের (one lakh) বেশি খ্রীষ্টান প্রাণ হারিয়ে মাত্র গত ২৪ মাসেই।
পরিসংখ্যান আরো জানাচ্ছে যে মাত্র ছয় বছর আগেও যেইখানে সিরিয়াতে খ্রীষ্টান জনসংখ্যা ছিল ৯%(9%) , এই বছরে তা নেমে এসেছে মাত্র ৩%(3%)। অর্থাৎ মাত্র ছয় বছরে (6 years) ছয় শতাংশ (6%) খ্রীষ্টান বিলুপ্ত হয়ে গেছে সিরিয়া থেকে।
Snippets: Syria has seen ethnic cleansing of Christian population in more than half-a-decades’ civil war in that country. Apart from destroying almost all the Christian-run schools, colleges and universities, radicals massacred lives of Christians and attacked churches. The Christian population in last 6 years have whittled down to mere 3% from 9% .