ভারতের সবচেয়ে শক্তশালী রকেটের সাহায্যে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২ স্যাটেলাইট। ১৫ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এই মহাকাশযান। সোমবার রাত ২.৫১ নাগাদ চন্দ্রযান-২-কে নিয়ে পাড়ি দেবে বাহুবলী। ১৬ মিনিট উড়ানের পর মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাবে বাহুবলী।
জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল(GSLV) মার্ক থ্রি ওরফে ‘বাহুবলী’-
রকেটটির এমন অদ্ভুত নাম হওয়ার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘বাহুবলী-দ্য বিগিনিং’-এ দেখা গিয়েছিল মহেন্দ্র বাহুবলী বিশাল পাথরের শিবলিঙ্গ অবলীলায় কাঁধে তুলে নিয়েছিলেন। GSLV- এই মূহুর্তে ভারতের সব থেকে শক্তিশালী রকেট। চন্দ্রযান-২ কে পৌঁছে দেবে নির্দিষ্ট কক্ষপথে। তাই শক্তিশালী GSLV- রকেটকে বাহুবলী-র সঙ্গে তুলনা করা হয়েছে।
বাহুবলী রকেটের বৈশিষ্ট্য-
- ওজনে এই রকেট প্রায় ৬৪০ টন।
- ইসরোর বিজ্ঞানীমহলে এই রকেট ‘fat boy’ নামে পরিচিত।
- এখনও অবধি ১৩টি মহাকাশ অভিযানের জন্য এই রকেট ব্যবহৃত হয়েছে।
- এই রকেটে থাকছে একটি অর্বিটার, বিক্রম নামের একটি ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান।
ভারতেই বানানো হয়েছে চন্দ্রযান-২। ওজন ৩.৮ টন। অর্বিটারটি চাঁদের উপরের অংশ এবং সেখানে থাকা বিভিন্ন খনিজের ছবি তুলবে ও ম্যাপিং করবে। ল্যান্ডার অংশের ওজন ১,৪৭১ কিলোগ্রাম। চাঁদের ভূমিকম্প এবং তাপমাত্রা সংক্রান্ত পর্যবেক্ষণ করবে এই ল্যান্ডার। পাশাপাশি প্রজ্ঞান নামের ২৭ কিলোগ্রামের ছয় চাকার চলমান যানের মাধ্যমে চাঁদের মাটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চাঁদের দক্ষিণ প্রান্তে পর্যবেক্ষণ চালাবে প্রজ্ঞান। ১৪ দিন ধরে চাঁদের আধ কিলোমিটার এলাকা জুড়ে সফর করবে এই রোভার।
বিজ্ঞানীদের অনুমান, ৬ সেপ্টেম্বর পৌঁছনো যাবে চাঁদের দক্ষিণ মেরুতে। চন্দ্রযান-২-এর এই অভিযানে মোট খরচ প্রায় ১,০০০ কোটি টাকা।পরিসংখ্যান বলছে, অভিযানে সফল হলে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারতের নাম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন মহাকাশযান পাঠিয়েছিল চাঁদে। ২০১৯-এর শুরুতেই চাঁদে মহাকাশযান অবতরণ করানোর চেষ্টা করেছিল ইজরায়েল। কিন্তু চাঁদের খুব কাছাকাছি এসে ভেঙে পড়ে এই মহাকাশযান।
ইসরোর তরফে জানানো হয়েছে, দূরদর্শন চ্যানেলে লাইভ উৎক্ষেপণ দেখতে পাবেন জনগণ। এ ছাড়া ইউটিউবেও দূরদর্শনের চ্যানেলে লাইভ দেখা যাবে। ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন, “এই অভিযানের শেষ ১৫ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ”।