ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) একটি ট্রাই সার্ভিস মহিলা পর্বতারোহণ অভিযানের আয়োজন করেছিল। মণিরং (21,625 ফুট) , ‘আজাদী কা অমৃত মোহোৎসব’ উদযাপনের অংশ হিসাবে ।১৫ জন পর্বতারোহীদের একটি দল উইং কমান্ডার ভাবনা মেহরার নেতৃত্বে এবং এয়ার মার্শাল ভিপিএস রানা ভিএসএম, যিনি এয়ার অফিসার-ইন-চার্জ অ্যাডমিনিস্ট্রেশন, পতাকা প্রদর্শনের মাধ্যমে এই যাত্রার সূচনা হয় । এই দলের লক্ষ্য এই বছরের ১৫ ই আগস্ট শিখর স্পর্শ করা। এয়ার মার্শাল এই দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে ও সফল হতে উৎসাহিত করে । এয়ার মার্শালও অভিযানের জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন। এই অভিযান সম্পর্কে ভারতীয় বিমান বাহিনী একটি টুইটও করেছিল। মাউন্ট মণিরাং অভিযানের জন্য দলের অন্য ১৪ জন সদস্য ছিলেন উইং কমান্ডার এন লিনু, উইং কমান্ডার নিরুপমা পান্ডে, উইং কমান্ডার ললিতা মিশ্র, উইং কমান্ডার ব্যোমিকা সিং, ফ্লাইট লেফটেন্যান্ট কোমল পাহুজা, লেফটেন্যান্ট কর্নেল গীতাঞ্জলি ভট্ট, মেজর সৌম্য শুক্লা, মেজর বীণু মোর , মেজর উষা কুমারী, মেজর রচনা হুডা, লেফটেন্যান্ট কমান্ডার নন্দিনী দামরয়, লেফটেন্যান্ট কমান্ডার সিনো উইলসন, লেফটেন্যান্ট কমান্ডার ছাম কুমারী এবং লেফটেন্যান্ট কমান্ডার রেনু রামদুর্গ।মাউন্ট মণিরাং হিমাচল প্রদেশের কিন্নর এবং স্পিতি জেলার সীমান্তে অবস্থিত। মণিরাং পাস এই দুই জেলার মধ্যে প্রথম দিকের বাণিজ্য রুটগুলির মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) ‘আজাদী কা অমৃত মহোৎসব’ চালু করেছে। ১৫ ই আগস্ট, ২০২১ -এ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন উদ্ভাবনী উপায়ে সমাজসেবা ও সম্প্রদায় উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য এনসিসির এই মহোৎসব লঞ্চের পরিকল্পনা নিয়েছিল।
2021-08-03