দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পতি বিরোধী দৌত্যকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯ সালে জোটের চেষ্টার পরিণতির কথা মনে করিয়ে তিনি মমতাকে বলেন, ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল।’ সঙ্গে মনে করিয়ে দেন, পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘মুখ হওয়ার জন্য পশ্চিমবঙ্গের একটা বাতিক আছে। জ্যোতিবাবুকেও মুখ করার চেষ্টা হয়েছিল। ওনার দলের সাংসদরা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রোমোশন চাইছেন। ৩ বার মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু ওনার বোঝা উচিত মানুষ ওকে হারিয়ে দিয়েছে। লোকসভাতে ওনার সিট কমেছে। আর বিধানসভায় শুভেন্দুবাবুর কাছে নিজে হেরেছেন। গাঁয়ে মানে না আপনি মোড়ল করলে কে মানবে? অনেক পার্টি আছে যাদের কাজ নেই, কিছুই নেই, তারা ঘুরে ঘুরে পলিটিক্যাল ট্যুরিজম করে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের এজেন্সি নিয়েছেন’।
তাঁর দাবি, ‘বিজেপি পরাজিত হয়নি। বিজেপি ৫ বছর আগে ১০.৫ শতাংশ ছিল সেটা ৩৮ শতাংশ হয়েছে। আপ ৩টে থেকে ৭৭টা সিট পেয়েছে। পরাজিত হয়েছে সিপিএম কংগ্রেস। শেষ হয়ে গেছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন সেখানেই আছেন। আমরাই একমাত্র এগিয়েছি’।
বলে রাখি, সোমবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দিল্লির বঙ্গভবনে বিরোধী দলগুলির একটি বৈঠক ডেকেছেন তিনি। গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা কংগ্রেস বা NCP-কে সংসদের অধিবেশন চলাকালীন বিরোধীদের বৈঠক ডাকতে আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেই আহ্বানে পাত্তা দেয়নি কেউ।