SL vs IND: শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে বিশ্বরেকর্ড ভারতের, অক্ষুণ্ণ থাকল ২৪ বছরের দ্বিপাক্ষিক জয়ের ধারাও

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতল ভারত। শ্রীলঙ্কা ভারতের সামনে ২৭৬ রানের লক্ষ্য নির্ধারণ করেছিল। জবাবে সাত উইকেট হারিয়ে ৪৯.১ ওভারে ভারত জয়ের লক্ষ্য পৌঁছে যায় ধাওয়ান ব্রিগেড। চাহার ও ভূবনেশ্বর কুমার অপরাজিত ৮৪ রানের ভাগ করে দলকে জয় দান করেন। এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দীপক চাহার। এদিনের ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু রেকর্ড করেছে ভারত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ড গুলো।

একটি তথ্য বলছে ভারত ১৯৯৭ সালের পর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে বিশ্বরেকর্ড ভারতের, অক্ষুণ্ণ থাকল ২৪ বছরের দ্বিপাক্ষিক জয়ের ধারাও।

১) ১৯৯৭ সালের অগস্ট থেকে শ্রীলঙ্কা দ্বিপক্ষিয় ওয়ানডে সিরিজে ভারতকে এখনও পরাজিত করতে পারেনি। অন্যভাবে বলতে গেলে বলতে হয়, ৪৩৩ ম্যাচ খেলা শ্রীলঙ্কার সর্বাধিক ক্যাপড ওয়ানডে খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে তখন ফর্ম্যাটে আত্মপ্রকাশ করেননি এবং তাঁর অবসর নেওয়ার পরে ছয় বছর পেরিয়ে গেছে। এখনও শ্রীলঙ্কা দ্বিপক্ষিয় ওয়ানডে সিরিজে ভারতকে হারাতে পারেনি।

২) দেখে নিন ২০০৮ সাল থেকে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিপক্ষি়ক সিরিজের খতিয়ান

২০০৮ ওয়ানডে সিরিজের পর থেকে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ ফর্ম্যাটগুলি:

জয় – ১৮

ড্র – ২

পরাজয় – ০

৩) কোনও দলের বিরুদ্ধে একটিও না হেরে টানা ২০টা সিরিজ অপরাজিত রয়েছে ভারত।

ওয়ানডে একটি বিশেষ প্রতিপক্ষের বিরুদ্ধে বেশিরভাগ জয়:

৯৩* ভারত বনাম শ্রীলঙ্কা (১৬১ ম্যাচ)

৯২ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (১৩৮ ম্যাচ)

৯২ পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (১৫৫ ম্যাচ)

তবে এদিনের জয় ভারতের কাছে খুবই স্পেশাল। কারণ এদিন এক প্রকার অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন দীপক চাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.