ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ইমোজি ব্যবহার নাকি হারাম অর্থাৎ ইসলাম-বিরুদ্ধ, ফরমান বাংলাদেশের এক মৌলানার, যুক্তি-তর্কে আপনারা এদের সাথে পারবেন না
হেডলাইন পরেই হয়তো ভাবছেন এমন হাস্যকর যুক্তি ওদের পক্ষেই সম্ভব। আমরা আপনারা কেউই কিন্তু মধ্যযুগে বাস করছি না, কিন্তু এদের কে বোঝাবে বলুন তো?
ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে কোনো সামাজিক মাধ্যমেই ব্যবহার করা যাবেনা ইমোজি। তার কারণ ইমোজিতে করা হালকা ইঙ্গিত পূর্ণ কমেন্ট ইসলাম বিরুদ্ধ এমনটাই হাস্যকর যুক্তি বাংলাদেশের মৌলভী শায়খ আহমাদুল্লাহ।
বাংলাদেশে আবার ওই ধর্মোন্মাদের প্রচুর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রূপ আছে , এবং ওই দেশে তার প্রভাবও নেহাত কম নয়।
সূত্রের খবর , আহমেদুল্লার সাথে পাকিস্তান সহ আল কায়েদা ও ইসলামিক স্টেট জঙ্গিদের একটি পরোক্ষ লিঙ্কও পেয়েছে বাংলাদেশ পুলিশ বলে জানা গিয়েছে। ভারত বিরোধী বক্তব্যর জন্যও আহমেদুল্লার পরিচিতি আছে বাংলাদেশে ।
প্রসঙ্গত বাংলাদেশে মাত্র বছর কয়েক আগেও ধর্মনিরপেক্ষ লেখক ও ব্লগারদের কদর ছিল কিন্তু একের পর এক ব্লগারদের নির্মম হত্যা ওই মুসলিম বহুল দেশকে শরীয়ত প্রধান সামাজিক ব্যবস্থার দিকে এগিয়ে দিলো বলা চলে।
অভিযোগ হাসিনা সরকার কার্যত হার স্বীকার করে নিয়েছে জঙ্গি মৌলবাদী হেফাজতে ইসলামের মতো জঙ্গিদের কাছে।