অস্ট্রেলিয়ায় যোগী মডেলের ডঙ্কা, করোনা মোকাবিলায় যোগীকে চেয়ে বসলেন ওই দেশের সাংসদ

উত্তর প্রদেশে (Uttar Pradesh) বর্তমানে করোনার মাত্র ১ হাজার ৬৮টি সক্রিয় মামলা রয়েছে। করোনায় প্রভাবিত কেরলে ১ লক্ষ ১৫ হাজার আর মহারাষ্ট্রে ১ লক্ষ ১৪ হাজার সক্রিয় মামলা রয়েছে। আর এই কারণেই করোনা মোকাবিলায় যোগী (Yogi Adityanath) মডেলের ফ্যান হলে অস্ট্রেলিয়ার (Australia) সাংসদ ক্রেগ ক্যালি (Craig Kelly)।

অস্ট্রেলিয়ার এই সাংসদ বিগত কয়েকমাস ধরেই করোনা মোকাবিলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজের উপর নজর রাখছেন। করোনা মোকাবিলায় উত্তর প্রদেশ সরকারের কাজ দেখে তিনি ব্যাপক ভাবে প্রভাবিতও হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ভারতের রাজ্য উত্তর প্রদেশের জন্য করতালি দেওয়া দরকার। অস্ট্রেলিয়ার হিউজেস থেকে সাংসদ ক্রেগ বলেন, যোগী আদিত্যনাথকে দিন কয়েকের জন্য এখানে নিয়ে আসার মতো এমন যদি কোনও বিকল্প থাকত।

সাংসদ অস্ট্রেলিয়ায় Ivermectin-এর অভাব আর নেতৃত্বের অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যোগী আদিত্যনাথই এগুলো ঠিক করতে পারবেন। তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে এই কথা বলেন। তিনি নিজের পরিসংখ্যানে জানান, ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্যে গত ১ মাসে করোনার মাত্র ১ শতাংশ মামলা সামনে এসেছে আর ২.৫ শতাংশ মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ভারতের জনসংখ্যা ১৭ শতাংশই উত্তর প্রদেশে রয়েছে।

অস্ট্রেলিয়ার সাংসদ উদাহরণের জন্য মহারাষ্ট্রের পরিসংখ্যানও তুলে ধরেন। উল্লেখ্য, মহারাষ্ট্রে দেশের জনসংখ্যার ৯ শতাংশ মানুষ বসবাস করে। তিনি বলেন, ভারতের মোট ১৮ শতাংশ মামলা মহারাষ্ট্র থেকে সামনে এসেছে আর অর্ধেক মৃত্যু ওই রাজ্যেই হয়েছে। তিনি বলেন, মহারাষ্ট্র ভারতের ফার্মা হাব, কিন্তু উত্তর প্রদেশ Ivermectin প্রয়োগে সফলতা হাসিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.