আষাঢ় মাস শেষ হতে আর বেশি দেরি নেই। ভরা বর্ষায় বৃষ্টিও হচ্ছে দেদার। গতকাল শহর কলকাতায় ঘণ্টাখানেকের বৃষ্টিতেই কার্যত জলের তলায় চলে গিয়েছিল রাস্তাঘাট। সেই সঙ্গে ছিল মেঘের গর্জন। আজও আবহাওয়ার পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুরের হাওয়া অফিস।
এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও শহরতলিতে সারাদিন আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোনও কোনও জায়গায়। গোটা রাজ্যেই কমবেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার।
তবে কলকাতায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় গতকালের চেয়ে বৃষ্টি কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গেছে। উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিহার থেকে ঝাড়খণ্ড ওড়িশার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণেই বৃষ্টি হচ্ছে রাজ্যে।
উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টি হবে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার তার ব্যতিক্রম হবে না। আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হবে। দু-এক পশলায় ভিজবে দুই দিনাজপুর।