ইডির হাতে এলো এক বড়োসড়ো সাফল্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে ইডির ঝোলায় এলো এমনই একটা কিছু। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে নাম জড়িয়েছিল নীরব মোদীর বোন পুরবী মোদীর নাম। পুরবী মোদী নিলেন এমনই এক পদক্ষেপ যার ফলে তিনি পেয়ে গেলেন ক্লিনচিট। উল্লেখ্য, শুধু তিনি না, জালিয়াতি কাণ্ডে জড়িত তাঁর স্বামী মায়াঙ্ক জৈনও ক্লিনচিট পেয়ে গেলেন।
ব্যাপারটা হল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে জড়িত নীরব মোদীর বোন ইডিকে ফিরিয়ে দিলেন ১৭ কোটি টাকা। এর ফলে, তিনি তাঁর ও স্বামী দুজনেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) কাছ থেকে ক্লিনচিট পেয়ে গেলেন। পুরবী তাঁর লন্ডনের অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকা ইডির কাছে হস্তান্তরিত করলেন। সূত্রের খবর অনুযায়ী, নীরব মোদী লন্ডনে তাঁর বোন পুরবীর নামে অ্যাকাউন্ট খুলে সেটাতে টাকা রেখেছিলেন। সেই টাকাই এবার ইডির হাতে দিলেন পুরবী।
উল্লেখ্য, কোটি টাকার তছরুপের মামলায় অভিযুক্ত নীরব মোদী। শাস্তি থেকে পালাতেই ব্রিটেনে পাড়ি দেন। সেখানে আত্মগোপনের চেষ্টা করলেও, বর্তমানে ব্রিটেনেরই জেলে বন্দি। উল্লেখ্য, দিনকয়েক আগেই নীরব মোদীকে ভারতে পাঠানোর ব্যাপারে ব্রিটিশ সরকার সবুজ সংকেত দিয়েছিল ঠিকই। কিন্তু, অবশেষে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর অনুমতি চেয়ে ব্রিটেনের হাইকোর্টের কাছে আবেদন জমা দেন নীরব।
2021-07-02