পরিবেশ রক্ষার সচেতনতায় উদ্যোগী হল বিবেকানন্দের বেলুড় মঠ। এবছর সাধারণ উৎসবে আতসবাজির প্রদর্শনী বন্ধ করছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
প্রায় শত বৎসরের বেশি ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে প্রতি বছর বেলুড়মঠে আতসবাজির প্রদর্শনী করা হত। এবছর পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এই প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এদিন কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “পরিবেশগত কারণে ১৬ ই মার্চ, রবিবার সাধারণ উৎসবে কোনওরকম বাজি পোড়ানো হবে না বেলুড় মঠ চত্বরে।”
রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, “শব্দ ও বায়ুদূষণ রুখতে এবং গঙ্গার ঘাটের সৌন্দর্য্যের কথা মাথায় রেখে এ বছর আতসবাজি পোড়ানো বন্ধ রাখা হচ্ছে। তবে আগামী বছর থেকে তা ফের চালু করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”