Bus Service| ১ জুলাই থেকে পথে নামছে বাস, কোন রুটে কী পরিবহণ ব্যবস্থা, জানুন সব তথ্য

 কোভিড আটকাতে আরও কিছুদিন বিধিনিষেধ চালিয়ে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্রমেই বাড়তে থাকা নিত্যযাত্রীদের চাপ সামাল দিতে ১ জুলাই থেকে বাস পরিষেবা চালু করার পররার্শ দিয়েছেন তিনি। আপাতত কোন রুটের বাস চলবে, কত বাস নামবে রাস্তায় এই সব নিয়ে আলোচনা করতেই আজ তিন নিগমের এমডি-সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পরিবহন সচিব। সূত্রের খবর, আপাতত  রাজ্য পরিবহণ নিগম বাস চালাবে ৮০০টি। চাহিদা বাড়লে বাস বাড়ানো হবে। তখন ১১০০টি বাস চালানো হবে।

বাস-ট্রেনের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শহরতলি থেকে কলকাতায় কাজ করতে আসা মানুষজন। তাঁদের দুর্ভোগের কথা মাথায় রেখেই স্থির হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট রুটে জোর দেওয়া হবে।

এছাড়াও বৈঠকে স্থির হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৭৫০টি। জোর দেওয়া হবে বর্ধমান, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায়। অন্য দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৫০০টি। ‌কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটে জোর দেওয়ার সিদ্ধান্ত উঠে এসেছে আজকের বৈঠকে।উল্লেখ্য নতুন পর্বের বিধি-নিষেধ সম্পর্কে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, এই মুহূর্তে ৫০% যাত্রী নিয়ে পরিষেবা চালু করবে বাস। তবে চালক ও কনডাক্টারদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে বাধ্যতামূলক ভাবে। একই সঙ্গে রাজ্যে টোটো ও অটো চালু করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও লোকাল ট্রেন এখনই চালু করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.