নাগাল্যান্ডের তিন গ্রামে একশো শতাংশ ভ্যাকসিনেশন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট গ্রামগুলির বাসিন্দা এবং প্রশাসন সহ এই কর্মসূচিতে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নাগাল্যান্ডের এই তিন গ্রামের প্রসঙ্গ টেনে এনেছেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি শুনেছি, নাগাল্যান্ডের তিনটি গ্রামে কোভিডের ভ্যাকসিনেশন ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ কৃতিত্ব। তাঁদের সকলকে ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, মককচং জেলার অন্তর্গত দুই গ্রাম লংজেমডাং ও মোয়ালেনডেন এবং তুয়েসাং জেলার ইয়ালি, এই তিনটি গ্রামে ১৮-ঊর্ধ্বদের ভ্যাকসিন প্রদান গত ১৭ জুন ১০০ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। এর পর ২২ জুনের মধ্য আরও কয়েকটি গ্রামের সকল বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে। এই গ্রামগুলি যথাক্রমে লুভিশে পুরাতন গ্রাম, শ্যাংশা গ্রাম, এবং আওইমকুম গ্রাম।
2021-06-27