Suvendu Adhikari: ভুয়ো টিকা-কাণ্ডে তদন্ত চাই, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দুর

ভুয়ো টিকা-কাণ্ডে তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু জানিয়েছেন, ‘ভোটার স্লিপের মতো টিকার কুপন দেওয়া হচ্ছে শাসকদলের তরফে। শুধু তাই নয়, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশের মতো রাজ্য টিকাকরণে প্রতি দিন রেকর্ড করছে, সেখানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অনীহায় এই কর্মসূচি অনেক পিছিয়ে পড়ছে।’

সম্প্রতি কসবায় ভুয়ো টিকা শিবির-কাণ্ডে গ্রেফতার হয়েছেন দেবাঞ্জন দেব। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কসবার সেই শিবিরের প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু চিঠিতে লিখেছেন, ‘ওই টিকা শিবির থেকে যাঁরা আধার কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন, তাঁরা কেউই টিকার শংসাপত্র পাননি। শুধু কসবা-ই নয়, এ ধরনের শিবির চালানো হয়েছিল আমহার্স্ট স্ট্রিট, সোনারপুরেও। যেখানে কয়েক মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এ সবই হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের নজরদারিতে।’

তিনি চিঠিতে আরও লিখেছেন, ‘অভিযুক্ত দাবি করেছেন কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে। আদৌ তা কি সত্য? যদি তাই হয়ে থাকে, তা হলে নিশ্চয়ই সরকারের টিকার মজুত থেকে সেগুলো সরানো হয়েছে? আর যদি সে সব টিকা যদি কোভিডের না হয়ে থাকে, তা হলে দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন যা দেওয়া হয়েছে, আদতে সেগুলো কী ছিল? সেগুলো কোনও বিষাক্ত ওষুধ, হামের টিকা নাকি জল তা জানা জরুরি। যদি এর কারণে কোনও মানুষের মৃত্যু হয় অথবা কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তা হলে কেন্দ্র সরকারের বিশাল এই কর্মসূচির প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে। তাই জনস্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টিকে প্রধান্য দিয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।’

শুক্রবারই শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, ভুয়ো টিকা-কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত না হলে জনস্বার্থ মামলার পথে হাঁটবেন তাঁরা। একই সঙ্গে দাবি করেছিলেন, কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ভুয়ো টিকা-কাণ্ডের তদন্ত করা প্রয়োজন। বলেছিলেন, এ নিয়ে বিধানসভাতেও সরব হবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.