শিক্ষক নিয়োগে রাজ্য সরকারের ব্যর্থতা কথা কার্যত মেনে নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভায় ডোমকলের সিপিএম বিধায়ক আনিসুর রহমান শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন করেন। তিনি জানতে চান, নিয়োগ প্রক্রিয়ায় সময় লাগছে কেন?
তাঁর উত্তর শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে এখনও মোট ১৩,২৯৫টি শূন্যপদ রয়েছে। ওই শূন্যপদগুলি সরকার দ্রুত পূরণ করতে আগ্রহী।” তিনি আরও বলেন, “শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারবার আদালতে যে মামলা হয়েছে তাতেই গোটা ব্যাপারটাই দীর্ঘায়িত হচ্ছে।” পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া সরল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও উল্লেখ করেন পার্থ। প্রাথমিক স্কুলে নিয়োগের ক্ষেত্রে জটিলতার কিছুটা দায় পূর্বতন বাম সরকারের ওপর চাপিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “চৌত্রিশ বছরের জঞ্জাল সাফাই করতেই বর্তমান সরকারের অনেকটা সময় চলে গিয়েছে।”