বর্ষার শুরুতেই এলাকায় দেখা মিলছে বিভিন্ন শ্রেণির বিষধর সাপের। কিছুদিন আগে কেশিয়াড়ি ব্লকের বাগডিহাশোল এলাকার বাসিন্দারা কয়েকটি চন্দ্রবোড়া ও গোখরো সাপ বনদপ্তরের হাতে তুলে দিয়েছিলেন। এবার একটি ময়াল সাপ উদ্ধার হল কেশিয়াড়ির বাগডিহাশোল এলাকা থেকে।
স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে এলাকার বাসিন্দা দুলাল দাস তার বাড়ির হাঁসের গোয়াল থেকে গর্জন শুনতে পান। এরপর তিনি গোয়ালে গিয়ে টর্চের আলোতে দেখেন একটি বিশাল মাপের ময়াল সাপ দুটি হাঁস খেয়ে ফেলেছে। তড়িঘড়ি পরিবারের লোকজন দরজা বন্ধ করে দেয়। ভোর হতে না হতেই এলাকার লোকজন বস্তাবন্দি করে ময়াল সাপটি তুলে দিয়ে আসে স্থানীয় বনদপ্তরের অফিসে। উদ্ধার করা সাপটি প্রায় ২৫ ফুট লম্বা। পূর্ণবয়স্ক ময়াল সাপটিকে সংরক্ষিত এলাকায় ছেড়ে দেয় বনদপ্তর।