ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে অভিযোগ, বিকেলে রাজভবনে বিজেপি প্রতিনিধি দল

আজ ফের রাজভবনে বিজেপি (Bjp) প্রতিনিধি দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে আজ বিকেল ৪টে নাগাদ রাজভবনে (Raj Bhavan)যাবেন বিজেপি প্রতিনিধিরা। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির। এদিন রাজ্যের ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে রাজ্যপালের (Governor) সঙ্গে কথা বলবেন বিজেপি প্রতিনিধিরা। রাজ্যের শাসকদল তৃণমূলের (Tmc) বিরুদ্ধেই দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ বিজেপির।

বিধানসভা ভোট মিটে গেলেও রাজ্যের রাজনৈতিক আবহ এখনও তপ্ত। বিজেপি-তৃণমূল চাপানউতোর তুঙ্গে। ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । তাঁরও অভিযোগ একই।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার দায় তৃণমূলের ঘাড়েই চাপিয়ে আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের বেশ কিছু এলাকা তিনি নিজে ঘুরে দেখেছেন। কথা বলেছেন ‘আক্রান্ত’-দের সঙ্গে। এমনকী রাজ্যের সীমানা ছাড়িয়ে ভিনরাজ্য অসমেও (Assam) গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকজড়। কোচবিহার, আলিপুর থেকে বেশ কয়েকটি বিজেপি সমর্থক পরিবার তৃণমূলের হামলার ভয়ে পাশের রাজ্য অসমে আশ্রয় নেয় বলে অভিযোগ উঠেছিল। অসমে গিয়ে সেই পরিবারগুলির সঙ্গেও দেখা করেন ধনকড়।

এছাড়াও কোচবিহার, নন্দীগ্রাম-সহ বেশ কিছু এলাকা ঘুরে দে রাজ্যপাল। তবে রাজ্যপালের এই সফর পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মত তৃণমূলের। রাজ্যে বিজেপিকে বাড়তি মাইলেজ পাইয়ে দিতেই জগদীপ ধনকড় ক্রমাগত তৃণমূলের বিরুদ্ধাচরণ করছেন বলে অভিযোগ তোলে শাসকদল। রাজ্যপাল বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে জেলায়-জেলায় সফর করেছেন বলেও অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল। যদিও তৃণমূলের এই অভিযোগে আমল দিতে নারাজ রাজ্যপাল নিজে। বরং আইনশৃঙ্খলার অবনতির অভিযেগা তুলে ক্রমাগত তিনি রাজ্যকে তুলোধনা করে চলেছেন।

ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রানে দলের কর্মী-সমর্থকদের উপর হামলা চলছে বলে অভিযোগ বিজেপির। এব্যাপারে রাজ্যের পুলিশ (Police) প্রশাসন নিষ্ক্রিয় থাকছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। সোমবার বিকেল ৪টে নাগাদ রাজভবনে যাবে বিজেপির প্রতিনিধি দল। রাজ্যপালকে ভেটা পরবর্তী ‘হিংসা’ নিয়ে নালিশ জানাবেন বিজেপি প্রতিনিধিরা। বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.