আগুন লেগেছে জ্বালানি তেলের দামে। কোথাও লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৪ টাকা ছাড়িয়েছে, কোথাও আবার ১০২ টাকার গণ্ডি ছাড়িয়েছে লিটারপ্রতি পেট্রোলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে যাঁরা মধ্যবিত্ত, তাঁদের চিন্তা সবথেকে বেশি বাড়ছে। একইসঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার ফলে সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনের উপর। সোমবার ফের দাম বাড়ার পর মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ১০৪.৫৯ টাকা, ভোপালে ডিজেলের দাম ৯৫.৯১ টাকা। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পেট্রোলের দাম ১০১.৯৫ টাকা এবং ডিজেলের দাম ৯৩.৯০ টাকা।
রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৬.৪১ টাকা এবং ডিজেল ৮৭.২৮ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৬.৩৪ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯০.১২ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০২.৫৮ টাকা এবং ডিজেল ৯৪.৭০ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ৯৭.৬৯ টাকা এবং ডিজেল ৯১.৯২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ৯৯.৬৩ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৫২ টাকা।
2021-06-14