এক অতুলনীয় পদক্ষেপ বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে। এবার এই রাজ্যে পঞ্চায়েতে প্রার্থী হতে গেলে থাকতে হবে নুন্যতম যোগ্যতা। জেনারেল বর্ণের জন্য নুন্যতম যোগ্যতা দশম পাশ থাকা দরকার। এবং নিম্ন বর্গদের জন্য নুন্যতম অষ্টম পাশ না হলে, মিলবে পঞ্চায়েতে লড়ার টিকিট।
মঙ্গলবার উত্তরাখণ্ড বিধান সভায় এই বিল পেশ করে শাসক দল বিজেপি। এর সাথে দুইয়ের বেশি সন্তান থাকলেও পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবেনা বলে আইন রাখা হয় উত্তরাখণ্ড বিধানসভায়। মঙ্গলবার বিজেপির তরফ থেকে বিল পেশ করার হলেও, বিরোধীদের হাঙ্গামায় বিল পাশ করানো সম্ভব হয়নি। যদিও পরে সর্ব্বসম্মতিতে বিল পাশ হয়ে যায় উত্তরাখণ্ড বিধানসভায়। এবার রাজ্যপালের সম্মতি মিললেই এই বিল লাগু হয়ে যাবে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে।
বিজেপির নেতা তথা উত্তরাখণ্ডের পরিষদীয় মন্ত্রী মদন কৌশিক জানান, ‘ পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার জন্য আমরা রাজ্যে নুন্যতম যোগ্যতা বেঁধে দিয়েছি। উচ্চ বর্ণের ক্ষেত্রে দশম শ্রেণী পাশ না হলে, পাওয়া যাবেনা পঞ্চায়েতের টিকিট। এবং তফসিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত রাখা হয়েছে। এছাড়াও দুইয়ের বেশি সন্তান হলেও পঞ্চায়েতের টিকিট দেওয়া হবেনা।”
বিজেপি শাসিত রাজ্যে এই নিয়ম চালু হওয়ায় প্রশংসা করা হচ্ছে গোটা দেশ জুড়ে। এছাড়াও অসমে বিজেপি ক্ষমতায় আসার পর এই নিয়ম চালু করেছিল সবার আগে। সেখানে দুইয়ের বেশি সন্তান থাকলে রাজ্য সরকারের সমস্ত সুবিধা এবং রাজ্য সরকারের চাকরির দিক থেকেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।