দেশের নিরাপত্তা ভোটব্যাঙ্কের থেকে বড়, বুধবার সংসদে নিজের ভাষণে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, আজই অসমে নাগরিকপঞ্জীর নয়া তালিকায় বাধ পড়েছেন লক্ষাধিক মানুষ। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করা চলে না। একই বিষয়ে কংগ্রেসের তুলোধোনা করেন মোদি। তিনি বলেন, দেশের সব বিষয়েই তো কংগ্রেস কৃতিত্ব দাবি করে থাকে, তাহলে নাগরিকপঞ্জীর বিষয়ে কৃতিত্ব দাবি করছে না কেন।
এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, অসম চুক্তিতে নাগরিকপঞ্জী অন্তর্ভুক্ত করেছিলেন রাজীব গাঁধি। এরজন্য সে সময় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। বর্তমান কেন্দ্রীয় সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশেই নাগরিকপঞ্জী লাগু করেছে সে কথাও বলেন নরেন্দ্র মোদি।
এইসঙ্গে তাঁর মন্তব্য, নাগরিকপঞ্জী ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য নয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়।