ভারতীয় সেনা (Indian Army) প্রধান এম.এম নরবানে (Manoj Mukund Naravane) শুক্রবার বলেছেন যে, চীনা পিপলস লিবারেশন আর্মির গতিবিধির উপর কড়া নজর রেখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় জওয়ানদের হাই অ্যালার্টে রাখা হয়েছে। সেনা প্রধান এও বলেন যে, ভারত চায় এপ্রিল ২০২০-র আগের পরিস্থিতি বহাল হোক সীমান্তে।
নরবানে বলেন, ভারত চীনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দুই পক্ষের পারস্পরিক সন্তুষ্টির অবসান ঘটার পরেই ডি-এস্কেলেশন বিবেচনা করা হবে। সেনা প্রধান বলেন, ভারতীয় জওয়ানদের হাই অ্যালার্টে রাখা হয়েছে আর প্যাংগং লেক থেকে সেনা সরানোর পরেও সেনার সংখ্যা কম রাখা হয়নি।
সেনা প্রধান বলেন, চীন পূর্ব লাদাখে প্রায় ৫০ থেকে ৬০ হাজার জওয়ান মোতায়েন করেছে, আর সেই কারণে ভারতও একই সংখ্যক জওয়ান রেখেছে সীমান্তে। সেনা প্রধান এও বলেন যে, ভারত চীনের প্রতিটি গতিবিধিতে নজর রাখছে। তিনি বলেন, ভারত বর্তমানে LAC-র পাশাপাশি হট স্প্রিং, গোগরা আর দেপসাং-এর মতো অন্য বিতর্কিত অঞ্চলের সমস্যার সমাধানের উপর জোর দিচ্ছে।