মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। শুক্রবার অপরিবর্তিত থাকার পর, শনিবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন ২৩-২৬ পয়সা পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম এবং ২৬-৩০ পয়সা পর্যন্ত বেড়েছে ডিজেলের দাম। উদ্বেগ বাড়িয়ে মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। চেন্নাইয়ে পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯৫ টাকা।
২৫ পয়সা বৃদ্ধির পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৯৭ টাকা এবং ২৮ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৭.৭৪ টাকা| রাজধানী দিল্লিতে ২৬ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৯৪ টাকা এবং ২৮ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৪.৮৯ টাকা। ২৫ পয়সা বৃদ্ধির পর মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম পৌঁছেছে ১০০.১৯ টাকায় এবং ৩০ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৯২.১৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.৫১ টাকা প্রতি লিটার এবং ৮৯.৬৫ টাকা প্রতি লিটার। করোনাভাইরাস এমনিতেই ভারতের অর্থব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলেছে, তার উপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের চিন্তা বাড়াচ্ছে রোজই।
2021-05-29