করোনা-সংক্রমণের মধ্যেই ভারতে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের সংক্রমণ। এই রোগকে ইতিমধ্যেই ‘মহামারি’ আখ্যা দিয়েছে কেন্দ্র। সাধারণত করোনা-আক্রান্তদের শরীরেই এই রোগ বেশি দেখা যাচ্ছে। বাড়তে বাড়তে ভারতে মোট ৫ হাজার ৪২৪ জনের শরীরে মিউকরমাইকোসিসের সংক্রমণ ধরা পড়েছে, দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫,৪২৪ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। সোমবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
এদিন কোভিড-১৯ নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ওই বৈঠকেই হর্ষ বর্ধন জানিয়েছেন, এযাবৎ ভারতের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫ হাজার ৪২৪ জনের শরীরে মিউকরমাইকোসিসের সংক্রমণ ধরা পড়েছে। ৫,৪২৪ জনের মধ্যে ৪,৫৫৬ জন রোগী কোভিডে আক্রান্ত ছিলেন। ৫৫ শতাংশই ডায়াবেটিসের রোগী। প্রসঙ্গত, সাধারণত করোনা আক্রান্তদের শরীরেই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বেশি ঘটছে। দৃষ্টিশক্তি কমে যাওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে সংক্রমিতদের মধ্যে।
2021-05-24