‘ভ্যাকসিনের জোগান বাড়াতে আপ্রাণ চেষ্টা চলছে’, বললেন প্রধানমন্ত্রী

করোনা আবহে দেশ জুড়ে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। দেশে ১৮-ঊর্ধ্বদের টিকাকরণ চলতি মাসের শুরু থেকেই চালু করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু একাধিক রাজ্যের তরফেই পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান না থাকার অভিযোগ উঠেছে। এমন অবস্থায় ভ্যাকসিন সংকট নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাজ্য ও জেলাগুলির কোভিড মোকাবিলা দফতরের সঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ভ্যাকসিনের অভাব মেটাতে অনবরত চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। “টিকাকরণ বন্ধ হবে না। আপনাদের সকলকে নজর রাখতে হবে যাতে কোনওভাবেই ভ্যাকসিন নষ্ট না হয়। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে দেশে ভ্যাকসিনের অপচয় একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব।”

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামিল যোদ্ধাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, “আপনারা এখন এই অতিমারীর সময়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করছেন আগামী দিনে তা আরও বড় কিছু সামলাতে আপনাদের কাজে লাগবে। আপনারাই এতে সমৃদ্ধ হবেন আরও বেশি।”

১ মে থেকে দেশে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকাকরণের কথা বলেছিল কেন্দ্র। সেই মতো টিকাকরণ শুরুও হয়েছিল বেশ কিছু রাজ্যে। কিন্তু কিছুদিন চলার পর অনেকেই জানাতে থাকে পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই।

দেশে এই মূহূর্তে চলছে দুটি ভ্যাকসিনের টিকাকরণ। সিরাম ইনস্টিটিউট নির্মিত কোভিশিল্ড আর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন ছাড়াও রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি এদেশে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। আগামী দিনে আরও একাধিক নতুন ভ্যাকসিন ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.