শনিবার দুপুরে কবি সুবোধ সরকার ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন। তারপর থেকেই সুবোধের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক মহলের একাংশ। কবিতাটি সুবোধের নয়, তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে কবিতাটির লেখক জনৈক সুবিনয় হেমব্রম। সুবিনয়ের লেখা কবিতাটির নির্দিষ্ট কোনও নাম নেই। অনেকে মনে করেন কবিতাটি যেন শাসক দলের বিরুদ্ধে চাবুক।
কবি সুবোধ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাছের লোক’ বলেই পরিচিত। সরকারি নানা অনুষ্ঠানে তাঁকে মুখ্যমন্ত্রীর কাছাকাছি দেখা যায়। সেই কারণেই শাসক দলের ঘনিষ্ঠ কবি সুবোধের এমন পোস্ট ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। সুবিনয় হেমব্রমের কবিতাটির একটি লাইনে রয়েছে– “সাঁওতালি ভাষা নিয়ে আপনার ভাসাভাসা জ্ঞান জাহির করে কত আপনি আদিবাসীপ্রেমী প্রমাণ করবেন”। রাজনৈতিক মহলের মতে, এই লাইনটি যেন মমতা বন্দ্যোপাধ্যেয়র সৌখিন আদিবাসী প্রেমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হয়েও সুবিনয় হেমব্রমের প্রতিবাদী কবিতাটি কেন পোস্ট করলেন সুবোধ? এমন প্রশ্ন তুলে সুবোধের ফের দলবদলের সম্ভাবনা উস্কে দিচ্ছেন কেউ কেউ!
শুধু ফেসবুক পোস্ট নয়, এদিন সন্ধ্যায় তাঁর সম্পাদিত লিটল ম্যাগাজিন ভাষানগরের অনুষ্ঠানে সুবিনয়ের কবিতাটি মঞ্চে পাঠ করে শোনান সুবোধ সরকার। সেই অনুষ্ঠানে আরও কয়েক জন তরুণ কবি কবিতাপাঠ করেন। তরুণ কবিদের উৎসাহ দিতে এমন কাণ্ড তিনি হামেশাই করে থাকেন। কবিতাটি পাঠ করার সময় সুবোধ বলেন, ওই কবিতাটি কিছুক্ষণ আগেই তিনি হোয়াটয়্যাপ মারফৎ পান। হেমব্রমের সেই কবিতা অসম্ভব ভালো লাগার কারণেই তিনি ফেসবুকে পোস্ট করেন। যদিও এর পিছনে কোনও ‘রাজনৈতিক কারণ’ আছে কিনা সেই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে সুবোধ সরকারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।