করোনার কারণে বাতিল ব্রিটেন সফর, জি-৭ সামিটে যোগ দেবেন না মোদী

করোনার(Coronavirus) দ্বিতীয় ধাক্কায় কাবু গোটাদেশ(India)। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। দেশের এই কঠিন পরিস্থিতিতে চলতি বছর ব্রিটেনে আয়োজিত জি-৭( G-7 Summit) বৈঠকে অতিথি দেশ হিসেবে ব্রিটেন সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।

মঙ্গলবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে একটি বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র(MEA) অরিন্দম(Arindam Bagchi) বাগচী।

এদিন তিনি বলেন, “দেশের(India) করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এই অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জি-৭ (G-7) সামিটে যোগ দিতে ব্রিটেন(Britain) যেতে পারছেন না প্রধানমন্ত্রী। ”

শুধু তাই নয়, এর আগেও ভারতের করোনার পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি বছরে দুবার ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Johnson)। তবে সম্প্রতি দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ভার্চুয়ালি বার্তালাপ হয়(Virtually Meeting)। ফোনে আআন্তর্জাতিক সম্পর্ক সহ করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়েও আলোচনা হয় বরিস ও মোদীর(Boris Johnson and Modi)।

এদিকে গত দুবছর পর চলতি বছর ২০২১ সালের জুন মাসে ব্রিটেনে আয়োজিত হতে চলেছে জি-৭ সামিট। যেখানে সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জাপান, জার্মানি, ইতালি, আমেরিকা এবং ইউরোপের।

গত একবছর ধরে চলা করোনা পরিস্থিতির মধ্যে এবারের জি-৭ সামিট বেশ গুরুত্বপূর্ণ। বর্তমান করোনা পরিস্থিতি সহ বৈশ্বিক আর্থিক মন্দা নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হতে পারে এই বৈঠকে।

যদিও দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সফর বাতিল করেছেন তিনি। তবে এর আগে ভারতের করোনা মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের তরফে ভারতকে সবরকম ভাবে সহযোগিতা করার বার্তা দেওয়া হয়েছিল। দেশের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের একাধিক দেশ থেকে এসেছে করোনার ত্রাণসামগ্রী।

অন্যদিকে, ফের কমল সংক্রমণ। পরপর ২ দিন ৪ লক্ষের কম মানুষ আক্রান্ত হলেন দেশে। সোমবারের পর মঙ্গলবারের রিপোর্টও বলছে এদিনও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবারের তুলনাতেও মঙ্গলবারের আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কম। ৩৫ লক্ষেরও বেশি আক্রান্তের সংখ্যা কমেছে মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.