আজ থেকেই দ্বিতীয় ডোজ, কোথায় কোথায় মিলবে দেখে নিন

রাজ্যে তথা দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই৷ ফলে যাঁরা প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন, অনেকেই চিন্তায় ভুগছিলেন দ্বিতীয় ডোজ নিয়ে। নির্দিষ্ট সময় সীমার মধ্যে দু’টি ডোজ পাওয়া যাবে কি না সেই আশঙ্কাও দেখা দিয়েছে অনেকের মধ্যে। তার মধ্যে বেসরকারি হাসপাতাল থেকে যারা কোভিডের প্রথম ডোজ নিয়েছেন তাঁরা কোথা থেকে দ্বিতীয় ডোজ নেবেন তা নিয়েও চিন্তা ছিল৷

তবে সেই উদ্বেগ দূর করতে রাজ্য সরকার একটি তালিকা প্রকাশ করেছে৷ সেখানে জানিয়েছে, কোথায় কোথায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়া যাবে। পাশাপাশি বেসরকারি হসপিটাল থেকে যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের জন্য সেই বেসরকারি হাসপাতাল সংলগ্ন কোন সরকারি হাসপাতাল থেকে দ্বিতীয় ডোজ পাওয়া যেতে পারে তারও তালিকাও দেওয়া হয়েছে।

বিবেকানন্দ রোডের অ্যাপোলোতে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ২৪-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ২৩-এ।

সিঁথির মোড়ের অ্যাপোলোতে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১-এ।

বেলেঘাটা অ্যাপোলোতে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৩৩-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৩০-এ।

মানিকতলা ইএসআই-তে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন।

গড়িয়াহাট অ্যাপোলো ক্লিনিকে প্রথম ডোজ নিলে আপনি কোভিশিল্ডির দ্বিতীয় ডোজ পাবেন ডোভার টেরেসে অবস্থিত কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৮৫-এ। কোভ্যাক্সিন পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

প্রিন্স আনোয়ার শাহতে অবস্থিত অ্যাপোলোতে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯৩-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯১-এ।

অ্যাপোলো গ্লেনেগ্লেস হাসপাতালে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৩১-এ।

ঠাকুরপুকুর অ্যাপোলোতে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১২৫-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১২৪-এ।

অরবিন্দ সেবা কেন্দ্র বা ইডিএফ-এ প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯৩-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯১-এ।

বিপি পোদ্দার হাসপাতালে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৮১-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৭৭-এ।

বেলভিউ নার্সিংহোমে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৬৩-তে। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

রুবি হাসপাতালে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৮-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৫-এ।

সিএমআরআই হাসপাতালে প্রথম ডোজ নিলে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন এনএন পণ্ডিত হাসপাতালে।

ডিসান হাসপাতালে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৮-এ।

ফোর্টিস হাসপাতালে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৮-এ।

আইরিস হাসপাতালে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯৯-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন KMUHO জোন ৪ টিকাকরণ কেন্দ্রে।

কোঠারি মেডিক্যাল সেন্টারে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৭৮-এ।

কেপিসি-তে অ্যাপোলোতে প্রথম ডোজ নিলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০২-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন KMUHO জোন ৪ টিকাকরণ কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.