পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যে ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এই চার রাজ্যের রাজ্যবাসীকে আগামী ৫ দিন সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৫ দিনে অসম এবং মেঘালয়ের উপর ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। মে ৩ থেকে ৪ তারিখের মধ্যে ওড়িশায় তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ২ থেকে ৫ মে-র মধ্যে পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। এমতাবস্থায় আবহাওয়া দফতরের তরফ থেকে এই সমস্ত রাজ্যগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মধ্যপ্রদেশের উপর ঘূর্ণিঝড়ের উপস্থিতিতে এ রাজ্যের মধ্যভাগে তার প্রভাব পড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকায় ২ মে থেকে ৫ মে এ রাজ্যে আর্দ্রতা বাড়বে। ওই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নবান্ন থেকে ইতিমধ্যেই এ নিয়ে সতর্কতাও জারি হয়েছে। সোমবার থেকে বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদও নামতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকেরা।