মঙ্গলবার নজরুল মঞ্চ থেকে নিজের দলের কাউন্সিলর নেতাদের দুর্নীতি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আত্ম সংশোধনে কাটমানি ফেরত দিতে বলেন মুখ্যমন্ত্রী। আজ সেই বক্তব্যকে তীব্র কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী।
মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরত দেওয়ার নির্দেশকে কটাক্ষ করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, সৎ সাহস থাকলে কে কত টাকা কাটমানি নিয়েছেন তার তালিকা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, কী ভাবে তোলা আদায় করতে হয় তা ওঁর (মুখ্যমন্ত্রী) মুখস্থ। কাউন্সিলরদের যদি এত রেট হয় তাহলে সাংসদ-বিধায়কদের কত? এইসঙ্গে সুজনের কটাক্ষ, কী ভাবে কাটমানি ফেরত দেওয়া হবে তা জানান মুখ্যমন্ত্রী। কাটমানি ফেরত দেওয়ার জন্য কি নবান্নে আলাদা করে কাউন্টার খোলা হবে?
এদিন সুজন চক্রবর্তী চ্যালেঞ্জ করেন, গত তিন মাসে কাটমানিবাবদ কে কত টাকা তুলেছে তা প্রকাশ করুন মমতা। তবে বুঝব বোধোদয় হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সরকারি প্রকল্প থেকে ১ কোটি টাকা কাটমানি খাওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে মালদহের এক তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান।