West Bengal Assembly Election Live Updates: আমডাঙায় ভোটারদের বুথে যেতে ‘বাধা’, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF-এর

রাজ্যে আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় আজ রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ভোট গ্রহণ। মোতায়েন ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। কোভিড বিধি মেনে বুথে বুথে ভোটগ্রহণ। আজ  উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।

সকাল ১১.২১: আমডাঙার খুড়িগাছির কয়েকটি বুথে উত্তেজনা। আইএসএফ প্রার্থী জামালুদ্দিনের অভিযোগ, গ্রামবাসীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। তৃণমূলের দাবি, ‘‘ভোটগ্রহণ পর্ব চলছে শান্তিতপূর্ণভাবে’’।

সকাল ১১.০৭: দমদম উত্তরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তর্কাতর্কি বিজেপি কর্মীর। নিউ বারাকপুরে গিয়ে বাসিন্দাদের দেখে হাতজোড় করেন তন্ময়বাবু। তিনি নির্বাচন বিধি ভাঙছেন, ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলেন ওই বিজেপি কর্মী। তা নিয়েই তন্ময় ভট্টাচার্যের সঙ্গে বচসা বিজেপি কর্মীর।

সকাল ১০.৫২: বারাকপুরের লিচুবাগানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। মারধরে পা ভাঙল বিজেপি কর্মীর। জমায়েত সরাতে পুলিশের লাঠিচার্জ।

সকাল ১০.৩৭: গলসির সুজাপুরে ভোটারদের ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ৷ পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে ভোটারদের বুথে নিয়ে আসেন৷

সকাল ১০.৩২: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৩৫ নম্বর বুথে পোলিং অফিসারের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান! ব্যবস্থা না নিলে সব বুথে ‘জয় বাংলা’ বলার হুঁশিয়ারি বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। বিতর্কের মুখে পোলিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন।

সকাল ১০.২৫: কেতুগ্রামের ৬৭,৬৮ ও ৬৯ নং বুথে ভোটারদের হুমকি, মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ ওড়াল শাসকদল।

সকাল ১০.১০: বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহরের ১২ নং ওয়ার্ডে বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর। বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বাধা দিতে এলে বিজেপি নেতার বৃদ্ধা মা ও স্ত্রীকেও বেধড়ক মারধরের অভিযোগ। বাড়িতে লুঠপাটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর। ‘বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্যই গন্ডগোল’, প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের৷

সকাল ১০.০৪: কেতুগ্রামের বামনদিঘিতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে ইটবৃষ্টি। আতঙ্কে এলাকা ছাড়েন পুলিশকর্মীরা। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে এসডিপিও। এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

সকাল ১০: সকাল ৯ টা পর্যন্ত রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ১৭.১৯ শতাংশ ভোট পড়েছে। উত্তর দিনাজপুরে ১৮.৮৪ শতাংশ, নদিয়ায় ১৮.২০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ ও পূর্ব বর্ধমানে সকাল ৯টা পর্যন্ত ১৮.৯৩ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৯.৫৪: চোপড়ার খুনিয়া এলাকায় গত রাতে গুলি চালানোর অভিযোগ। বাইকে করে এসে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এক ভোটারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। আতঙ্কে এলাকার ভোটাররা। চোপড়ায় গুলি চলার দাবি ওড়াল নির্বাচন কমিশন।

সকাল ৯.৫০: খড়দহের বন্দিপুরে গ্রেফতার তৃণমূল নেতা৷ ভোটার, বুথ এজেন্টদের হুমকির অভিযোগে গ্রেফতার৷

সকাল ৯.৪৪: নদিয়ার চাপড়ার এলেমনগরে বুথ চত্বর থেকে গ্রেফতার সন্দেহভাজন। অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার৷ সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় কেন্দ্রীয় বাহিনী৷

সকাল ৯.৪২: পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, গলসি, আউসগ্রাম বিধানসভার বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। বিজেপি ও সংযুক্ত মোর্চার সিপিআইএমের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে আও বেশি তপর হওয়ার দাবি৷ বিরোধীদের অভিযোগ উড়িয়েছে শাসকদল।

সকাল ৯.৪০: আমডাঙায় আইএসএফ কর্মীদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসেন আইএসএফ প্রার্থী।

সকাল ৯.৩৯: উত্তপ্ত হয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। ৩২টি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷

সকাল ৯.২৩: পূর্ব বর্ধমানের আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। ‘৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব।’, পুলিশকে শাসানি তৃণমূল নেতা অরূপ মিদ্যার৷

সকাল ৯.১৮: বারাকপুরের লালকুঠিতে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে গো ব্যাক স্লোগান।

সকাল ৯.১৫: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা। বুথের বাইরে বোমাবাজি দুষ্কৃতীদের। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।

সকাল ৯.১০: খড়দহের কল্যাণনগরে বিজেপি এজেন্টকে ‘মারধর’, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।

করোনা বিধি মেনে কৃষ্ণনগরের একটি বুথে চলছে ভোটগ্রহণ পর্ব।

সকাল ৮.৪৫: আমডাঙার বইচগাছিতে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসকদল।

সকাল ৮.৩০: গলসির মনোহর সুজাপুর গ্রামে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ। ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোট দিতে যাওয়ার পথে বাধার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।

দমদম উত্তর বিধানসভার ৫৩ নং বুথে চলছে ভোটদান পর্ব৷

সকাল ৮.১২: হাবড়ার কইপুকুর এলাকায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। অন্যত্র খুন করে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে কিনা তদন্তে পুলিশ। ঘটনার রিপোর্ট তলব কমিশনের।

সকাল ৮.১০: উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি চলার অভিযোগ। চোপড়ার খুনিয়ায় গত রাতে একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.