দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে

দেশে কি ফের লকডাউন জারি করা হবে? মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, ‘দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে’। তিনি বলেছেন, ‘দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে। রাজ্যগুলোকে অনুরোধ করব, লকডাউনকে শেষ বিকল্প হিসেবে ভাবতে। তুলনায় মাইক্রো কনটেনমেন্ট জোনের দিকে নজর দেওয়া হোক।’

• করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে

• স্বজনহারাদের সমবেদনা জানাই

• করোনার বিরুদ্ধে লড়ছে দেশ

• ধৈর্য ধরে এগোতে হবে

• দেশ দিনরাত কাজ করছে

• হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে

• গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পরিস্থিতি শোধরাবে

• দেশের ওষুধ শিল্প দ্রুত ওষুধ তৈরি করছে

• করোনা বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধ উৎপাদনও বাড়ানো হয়েছে।

• আমাদের বিজ্ঞানীরা টিকা তৈরি করেছে

• সবচেয়ে সস্তা টিকা তৈরি করেছে ভারত

• দেশের কোল্ড চেন ব্যবস্থা অনুকূলে

• ২টি দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা আমাদের হাতে আছে

• ১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা

• ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ

• দেশে করোনা পরীক্.ষার জন্য পরীক্ষাগার, পিপিই কিট ছিল না

• কিন্তু আমরা এটা দ্রুত করেছি

• চিকিৎসকরা বেশি জীবন বাঁচাতে পেরেছেন

• অনুশাসন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা করোনা হারাব, এটা আশা করি

• দেশবাসী সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসুন

• যুবকরা নিজের নিজের এলাকায় কমিটি তৈরি করে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করুন, বার্তা মোদীর

• দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে, বার্তা মোদীর

• রাজ্যগুলিকে অনুরোধ করব যেন তারা লকডাউন শেষ অস্ত্র হিসাবে প্রয়োগ করে, বললেন মোদী

প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত ৮টা ৪৫মিনিটে করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন।’

ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। করোনার টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গেও কথা বলেছেন তিনি। ১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা। ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ। সোমবারই এমন ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সোমবার কেন্দ্র আরও জানিয়েছে, প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং ৪৫ বছরের বেশি বয়সের নাগরিকদের টিকাকরণ চলবে আগের মতোই, কো-উইন অ্যাপের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.