চতুর্থদিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। আর তার মধ্যেই উইকিপিডায় তৈরি হয়ে গিয়েছে 2019 West Bengal doctors’ strike নামে পাতা। আর তাতে বিস্তারিত ভাবে আপডেট হচ্ছে ডাক্তারদের আন্দোলন থেকে ইস্তফা-সহ যাবতীয় ঘটনার খুঁটিনাটি।
গুগলে বাংলার চিকিৎসক ধর্মঘট সম্পর্কে সার্চ করলেই দেখা যাচ্ছে উইকিপিডিয়ার সেই পাতা। সেখানে ১১ জুন শুরু হওয়া চিকিৎসক বিক্ষোভের সব খবর বিস্তারিত রয়েছে। জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় ও যশ টেকওয়ানির আক্রান্ত হওয়ার ঘটনা থেকে ১৩ জুন মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া ও চরম হুঁশিয়ারি দেওয়া সব খবরই রয়েছে সেখানে।
চিকিৎসক ও সরকারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ভূমিকার কথা যেমন এসেছে তেমনই এসেছে তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝির কথাও।
এসেছে এই আন্দোলনের সমর্থনে আইএমএ-এর ডাকা ধর্মঘট, এইমসের প্রতিবাদের কথা। এসেছে ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিবাদের কথাও।