দেশের বিদ্যুতের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। প্রত্যেকদিন তৈরী হচ্ছে নতুন রেকর্ড। ভারতে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এবার করোনার রাশ টানতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিম মধ্য রেল। প্লাটফর্মে মাস্ক না পরলে দিতে হবে জরিমানা।
শুক্রবার পশ্চিম মধ্য রেলের এক আধিকারিক জনিয়েছেন যে, পশ্চিম মধ্য রেলের প্রত্যেকটি প্লাটফর্মে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে দেখা গেলে তাকে ১০০ টাকা ফাইন করা হবে।পশ্চিম মধ্য রেলের জেনারেল ম্যানেজার শৈলেন্দ্র কুমার সিং বলেন, ‘আমাদের জোনের রেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে যারা মাস্ক পরবে না তাদের কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হবে।এবং ট্রেনে থাকা যাত্রীদের উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পশ্চিম মধ্য রেলওয়ের সদর দফতর জব্বলপুরে। জব্বলপুর, ভোপাল এবং কোটা অন্তর্ভুক্ত রয়েছে এই পশ্চিম মধ্য রেলের।
দেশের মধ্যে মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক হয়ে দেখা দিয়েছে। করোনার বিস্তার রোধে উদ্ধব ঠাকরের সরকার একাধিক পদক্ষেপও নিয়েছে, কিন্তু হাসপাতালগুলিতে বেড না থাকায় বড়সড় সমস্যার মধ্যে লড়াই করছে মহারাষ্ট্র। গত ১৫ দিনে মহারাষ্ট্রে সংক্রমণ রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৭ হাজার ৫৬৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লক্ষ ৫ হাজার ৯২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লক্ষ ৯০ হাজার ৮৫৯ জন।
মারণ ভাইরাস করোনার দাপটে উদ্বিগ্ন কংগ্রেস শিবিরও। করোনার রাশ টানতে এবার কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সনিয়া গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও সনিয়া গান্ধীর বৈঠকে যোগ দেবেন। মূলত করোনা নিয়ন্ত্রণে রাজ্যগুলোতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, টিকাকরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী করোনার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন এবং মহামারী নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।