দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পরেই একাধিক জেলা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুধু পূর্ব মেদিনীপুর জেলাতেই সকাল ৬.১০ থেকে ৯.১২ পর্যন্ত জেলাতে মোট ৪৩টি ইভিএম খারাপ হয়েছে বলে খবর মিলেছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেই ৫৬টি ইভিএম খারাপ হওয়ার খবর মিলেছে ৯.৪৭ পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেলা ১০.০৯ পর্যন্ত ৪৫টি ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
পাশকুঁড়া, চণ্ডীপুর, হলদিয়ার মতো একাধিক কেন্দ্র থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গেলেও পূর্ব মেদিনীপুরের নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে ইভিএম গোলমালের কোনও খবর মেলেনি। ওই জেলাতে ভোট শুরু হওয়ার একঘণ্টা আগে, সকাল ৬.০৯-টায় প্রথম ইভিএম গোলমালের খবর আসে চণ্ডীপুর কেন্দ্র থেকে। তারপর খবর আসে নন্দকুমার কেন্দ্রেও ভোট মেশিন গোলমাল করছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, সবং, পিংলা, নারায়ণগড় থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, এই তিন বিধানসভা কেন্দ্র থেকেই ইভিএম খারাপ হওয়ার অসংখ্য অভিযোগ এসেছে।