মহাগুরুর মেগা-রোড শো এবার কাকদ্বীপে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার এই প্রান্ত শহরে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের জড়ো করে রোড শোয়ে ভিড় বাড়াতে সচেষ্ট স্থানীয় বিজেপি নেতৃত্ব। এর আগে রবিবার বাঁকুড়ার ইন্দাস, পশ্চিম মেদিনীপুরের কেশপুর, ডেবরা, চন্দ্রকোণাতে পরপর রোড শো করেছেন মহাগুরু।
ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফার ভোট শেষ হয়েছে। পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামের জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি কেন্দ্রে গত ২৭ মার্চ প্রথম পর্বে ভোট হয়েছে। প্রথম পর্বের ভোটে সন্তুষ্ট বিজেপি। অধিকাংশ আসনই বিজেপির দখলে আসতে চলেছে বলে প্রথম পর্বের ভোটের পরে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে দাবি করেছেন অমিত শাহ।
শাহের দাবি নিয়ে পরে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই আসন জেতার ব্যাপারে কীভাবে নিশ্চিত হচ্ছেন শাহ? তবে কি ইভিএমে কারসাজি করা হয়েছে? শাহি-দাবি ঘিরে এমনই প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী। একুশের ভোট প্রেস্টিজ ফাইট। ২০১৯ সালের সাফল্যের নিরিখে এবার বিধানসভা ভোটেও শাসকদলকে ‘মোক্ষম’ জবাব দিতে ভোট ময়দানে বিজেপি।
গেরুয়া শিবিরের একের পর এক হেভিওয়েট নেতা বঙ্গ সফরে। প্রতিদিন রাজ্যের কোণায়-কোণায় গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ভোট ময়দানে গেরুয়া শিবির। রাজ্যে দু’শোরও বেশি আসনে জিতে ক্ষমতা দখল করবে বিজেপি, আশাবাদী অমিত শাহ। তৃণমূলকে সরিয়ে রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। রাজ্যে প্রচারে এসে বারবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পাল্টা বিজেপিকে বহিরাগতের দল বলে কটাক্ষ করে চলেছে তৃণমূল।
মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পর পুরোদমে রাজ্যে প্রচার শুরু করে দিয়েছেন। রবিবার বাঁকুড়ার ইন্দাস, পশ্চিম মেদিনীপুরের কেশপুর, ডেবরা, চন্দ্রকোণাতে পরপর রোড শো করেছেন মহাগুরু। মহাতারকার সেই রোড শো গুলিতে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রোড শো করবেন মিঠুন। মহাগুরুর এই রোড শোতেও বিপুল জমায়েতের টার্গটে বিজেপির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের কাকদ্বীপে এনে জড়ো করছে গেরুয়া শিবির।