প্রকাশ্যে বিজেপি কর্মীকে গুলি করে মারার হুমকি দিলেন তৃণমূল প্রার্থী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ১২৭ নম্বর বুথে। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।
বিজেপি ভোটে কারচুপি করছে, এই অভিযোগকে কেন্দ্র করে এদিন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ১২৭ নম্বর বুথের বাইরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায়। বচসা গড়ায় হাতাহাতিতে। দুপক্ষের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। বুথের বাইরে চলতে থাকে ধাক্কাধাক্কি। আর তারপরই শুরু হয় হুমকি, পাল্টা হুমকির পালা। সেইসময়ই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় এক বিজেপি কর্মীকে গুলি করার মারার হুমকি দেন বলে অভিযোগ।
সুজয়বাবু অভিযোগ করেন যে, ১২৭ নম্বর বুথে ইভিএম-এ কারচুপি হয়েছে। এখানে প্রতি তিন নম্বর বুথে ভোট বিজেপির পক্ষে যাচ্ছে। যদিও প্রিসাইডিংঅফিসার সেই অভিযোগ অস্বীকার করেছেন। প্রসঙ্গত, দক্ষিণ কাঁথির মাজনতেও EVM-এ বাটন টিপলেই বিজেপির ঘরে ভোট পড়ছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। যে প্রার্থীকেই ভোট দেওয়া হোক না কেন, সবটাই বিজেপির ঘরে যাচ্ছে বলে দাবি করে বিক্ষোভ দেখায় শাসকদল। এক্ষেত্রেও প্রিসাইডিং অফিসার জানান যে, এই অভিযোগ সঠিক নয়। ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন।