মাস্ক পরা এবং করোনা-বিধি মানার জন্য বারবার অনুরোধ করা হয়েছে ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে। কিন্তু, সাধারণ মানুষ তা না-মানায় জরিমানার পথে হাঁটল ছত্তিসগড় সরকার। মুখে মাস্ক না থাকলেই ছত্তিশগড়ে জরিমানা করা হচ্ছে ৫০০ টাকা। ছত্তিশগড়ে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, বৃহস্পতিবারই ছত্তিশগড়ে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২,৪১৯ জন এবং মৃত্যু হয় ১৪ জনের।ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু, কেউ সরকারের কথায় কর্ণপাত করছেন না। কারও মুখে দেখা যাচ্ছে না মাস্ক। ফলে বাধ্য হয়েই কঠোর হল ছত্তিসগড় সরকার। শুক্রবার ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্যে যদি কারও মুখে মাস্ক না থাকে তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি করোনা-বিধি মেনে চলার জন্যও অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য, ছত্তিশগড়ে এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৩,৩১৮ জন। বৃহস্পতিবার সারাদিনে ২,৪১৯ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ১১৩ জন। ১৪ বেড়ে মোট মৃত্যু হয়েছে ৪,০২৬ জনের।
2021-03-26