PM Modi in Bangladesh: ৪৯৭ দিন পরে বিদেশ সফরে মোদি, বাংলাদেশে মুজিব জন্ম শতবর্ষে বিশেষ সম্মান

শুক্রবার, দু’দিনের সফরে বাংলাদেশের ঢাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Pm Modi in Bangladesh) ৷ বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে, প্রধানমন্ত্রী মোদী ৪৯৭ দিন পর বিদেশ সফরে যাচ্ছেন। এর আগে, ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি ব্রাজিল সফরে যান। গত এক বছর ধরে শুধুমাত্র ভিডিও কলিং-এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরের সময় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কমপক্ষে পাঁচটি এএমইউ (AMU) স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে শুক্রবার ঢাকায় পৌঁছবেন। ২৬ এবং ২৭ মার্চ প্রধানমন্ত্রী মোদি তাঁর দু’দিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও করবেন। জানান বাংলাদেশের বিশেদ মন্ত্রী ডাঃ একে আবদুল মোমেন৷ দুই দেশের উন্নয়ন এবং অর্থনীতি নিয়েও কথা হবে বলে জানা গিয়েছে৷

করোনা মহামারীর উত্তর প্রতিবেশী দেশে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে আনন্দ প্রকাশ করেছেন মোদি৷ বাংলাদেশের সঙ্গে ভারতে গভীর যোগ রয়েছে, বলেন মোদি৷ দুই দেশের মধ্যে যেমন ভাষার যোগ রয়েছে তেমনই সংস্কৃতিরও৷ ফলে এই যাত্রা খুবই সুখকর বলে মত মোদির৷ একদিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং অন্যদিকে প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বিশেষ সম্মান জানাতে মোদির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন যে, তিনি বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং দু’দেশের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের স্মরণে উদযাপনে অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্যুইটে আরও বলেছেন, ‘নেবারহুড ফার্ট বা প্রতিদেশী প্রথম হিসেবে দেশের যে নীতি রয়েছে, তাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার বিষয় বদ্ধপরিকর ভারত৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, তাকে আমরা সবসময় সমর্থন করব৷

বাংলাদেশের এই সফরের জন্য অধীর আগ্রহে অপক্ষা করছেন মোদি৷ একই সঙ্গে মোদিকে স্বাগত জানাতে সেজে উঠেছে বাংলাদেশও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.