আসন্ন হোলি এবং দোল উৎসব উপলক্ষে কয়েকটি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। আগামী ২৮ মার্চ রঙের খেলা হোলি, তার আগের দিন অর্থাৎ ২৭ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশ্য ছাড়বে স্পেশাল ট্রেন। পুরী পৌঁছবে পরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে। ফিরতি পথে পুরী থেকে ২৮ মার্চ দুপুর ২টোয় ছেড়ে কলকাতা পৌঁছনোর কথা ওইদিনই রাত ১১টা ৫০ মিনিটে। ট্রেনটির বুকিং শুরু হয়ে গেছে আজ (বুধবার) থেকেই। ট্রেনটি কলকাতা ছেড়ে আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, ভুবনেশ্বর ও খুরদা রোড স্টেশনে থামবে।
অপরদিকে, হোলির বাড়তি চাপ সামলাতে পূর্ব রেল কয়েক জোড়া কলকাতা-গোরখপুর (৩০ জুন পর্যন্ত), এক জোড়া ভাগলপুর-জম্বু তাওয়াই (২৫ ও ২৯ জুন) এবং গোরখপুর-হাতিয়া স্পেশাল (৩০ জুন পর্যন্ত প্রতিদিন) ট্রেন চালাবে।
2021-03-25