ভোটের মুখে বাংলায় করোনার চোখ রাঙানি, একদিনে আক্রান্ত ৪৬২

শনিবার থেকেই রাজ্যে বিধানসভা ভোট শুরু। ভোটমুখী বাংলায় আতঙ্ক বাড়াচ্ছে করোনা। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের সাড়ে চারশো ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় করোনার ‘হটস্পট’ হয়ে উঠেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। ভোটের মখে সংক্রমণের এই পরিসংখ্যানে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ। এবার আট পর্বে বঙ্গে ভোট। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলছে প্রচার। রাজনৈতিক দলগুলির সভা-মিছিলে উপচে পড়া ভিড় আতঙ্ক আরও বাড়াচ্ছে। কোভিড প্রোটোকল শিকেয় তুলে প্রচারে ঝড় তুলছে সব দল। বিশেষজ্ঞদের একাংশের মতে, সতর্ক না হলে মহারাষ্ট্র ও বাকি বেশ কয়েকটি রাজ্যের মতোই করোনা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বাংলাতেও।

বাংলার পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ? রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, একদিনে রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮১ হাজার ৮৬৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩১০ জন। কলকাতায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে।

যা নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রুজি-রোজগারের জন্য কলকাতায় আসেন। মহানগরীতে সংক্রমণের এই বাড়বাড়ন্তে তাই আতঙ্ক বাড়ছে। কলকাতার পাশাপাশি লাগোয়া উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। নির্বাচনের আবহে কোভিড প্রোটোকল মেনে চলার উপরে আরও বেশি জোর দেওয়া নিয়ে সচেতনতামূলক প্রচার বাড়াচ্ছে রাজ্য।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের মধ্যে একাধিক রাজ্যে এখন রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। লাগামছাড়া সংক্রমণে কাঁপছে মহারাষ্ট্র। একদিনে এই রাজ্যে নতুন করে ৩১ হাজার ৮৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মহারাষ্ট্রে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রাজ্যজুড়ে কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের একাধিক জেলায় কোথাও সম্পূর্ণ লকডাউন কোথাওবা আংশিক লকডাউন জারি করে সংক্রমণের শৃঙ্খল ভাঙার চেষ্টা চলছে। তাতেও সংক্রমণ কমছে না। বরং দিন যত এগোচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ে ততই তছনছ হচ্ছে মহারাষ্ট্র। বুধবার এই রাজ্যে করোনার সর্বাধিক সংক্রমণ হয়েছে। ৩১ হাজার ৮৫৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে একদিনে মহারাষ্ট্রে করোনার বলি ৯৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.